মনোজ রায় হিরু, আটোয়ারী : দেশে চলমান করোনা মহামারি ও আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে নাশকতা ঠেকাতে পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ বিশেষ সতর্কতা কর্মসূচী গ্রহন করেছে। এ উপলক্ষ্যে আটোয়ারী থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশী কর্মসূচীর সূচনা করা হয়। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: আলমগীর হোসেন কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন, ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা সহ স্থানীয় দুই প্রেসক্লাবের উল্লেখযোগ্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে রাধানগর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যক্রমের স্টিকার লাগানোর মধ্য দিয়ে উপজেলার ৬ ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হয়।