ফুলবাড়িগেট : নগরীর আটরা শিল্প এলাকার আফিলগেট চেকপোষ্ট থেকে ২ কেজি গাজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা ২ টায় সাইকেল যোগে ফুলতলা থেকে খুলনার দিকে যাওয়ার পথে আফিলগেট চেকপোষ্টে নিয়মিত তল্লাশি চলাকালে পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই আনোয়ার হোসেন আটককৃতদের দেহ তল্লাশি চালিয়ে বুকে কসটেপ পেচিয়ে অভিনক কায়দায় ২ কেজি গাজা সহ আটক করে। আটককৃতরা হলো বেনাপোল রঘুনাথপুরের পোতারমাঠ এলাকার নুরইসলাম এর পুত্র হৃদয় (২১) ও একই এলাকার ইসলামের পুত্র আলমগির হোসেন (২৮)। খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।