আবারো বেড়েছে দেশি পেঁয়াজের দাম

প্রকাশঃ ২০১৯-১১-২৩ - ১৮:০১

ঢাকা অফিস : কমতে কমতে হঠাৎ বেড়ে গেল পেঁয়াজের দাম। রাজধানীর পাইকারি বাজারে আবারো বেড়েছে দেশি পেঁয়াজের দাম। ১০ টাকা বেড়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৯০ টাকা দরে।

এছাড়া চীন ও মিশরীয় পেয়াজ ৯০ থেকে ১০৫ টাকা এবং মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে।  বিক্রেতারা বলছেন, আমদানি করা পেঁয়াজের দাম বাড়েনি। কিন্তু কৃষকরা দাম বাড়িয়ে দেয়ায়, দেশি পেঁয়াজ বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। এদিকে, রাজধানীর কারওয়ানবাজারে দাম নিয়ে কোন ধরনের কারসাজি খুঁজে পায়নি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর থেকেই সরবরাহ ঘাটতির অজুহাতে পেঁয়াজের দাম বাড়াতে থাকেন অসাধু ব্যবসায়ীরা। দেশি পেঁয়াজের দাম বাড়তে বাড়তে গত সপ্তাহে তা ২৫০ টাকা ছাড়িয়ে যায়। আর আমদানি করা পেঁয়াজের দাম ওঠে ২২০ টাকা পর্যন্ত। সেই সঙ্গে মিয়ানমার, মিশর, চীন ও তুরস্কের পেঁয়াজের দামও বেড়েছিল পাল্লা দিয়ে।

পরিস্থিতি সামাল দিতে সরকারি ও বেসরকারি উদ্যোগে কয়েকটি দেশ থেকে কার্গো বিমানে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়া হয়।