এম এস ইসলাম আরজুঃ ১৪ই ফেব্রুয়ারি ভালবাসা দিবসে হালী শহর চট্রগ্রামের মেয়ে জনপ্রিয় কন্ঠশিল্পী প্রেয়সীর সুরেলা কন্ঠে গানভক্ত সকল শ্রোতাদের জন্য তার প্রথম গানের অ্যালবাম থেকে জনপ্রিয় একটি গান নিয়ে মিউজিক ভিডিও গানের কাজ শেষ করলেন “আমার সারাটা সকাল” যা এখন প্রচারের অপেক্ষায়।ভালবাসা দিবসে ফোক স্টুডিও র ব্যানারে প্রচার করা হবে ইউটিউবের মাধ্যমে।
এ পর্যন্ত প্রেয়সীর কন্ঠে গাওয়া ১৫টি গানের অডিও রেকডিং এর কাজ শেষ হয়েছে এর মধ্য থেকে ৭টির মিউজিক ভিডির কাজ সম্পন্ন হয়েছে। গানগুলো ধারাবাহিক ভাবে ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। সকল শ্রেনীর শ্রোতাদের কথা চিন্তা করে দেশের গান, বিরহ-বিচ্ছেদের গান,আধ্যাত্বিক গান, রোমান্টিক গান ও ফোক গান দিয়ে এ্যালবামটি সাজানো হয়েছে। গানরে কথা, সুরও সংগীত করেছেন জনপ্রিয় কন্ঠ শিল্পী চঞ্চল। রেকডিং করেছেন স্টুডিও বাউল। সার্বিক ব্যবস্হাপনা ও পরিকল্পনায় ছিলেন চঞ্চল।