জুয়েল রহমানঃ প্রাসংগিক একটি রাজনৈতিক স্ট্যাটাস ।তত্ত্বাবধায়ক সরকার নাকি সহায়ক সরকার ? এই শব্দের উৎপত্তিস্থল কোথায় ?
–
আমি কোন রাজনৈতিক দলের সক্রিয় সদস্য নই । যাহা দেখেছি বা জানি তাহাই লিখছি । ১৯৯০ সালের এরশাদ সরকারের পতনের পর যখন ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হল , বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় চলে আসলেন । বেশ ভালো কথা । ৫ টি বছর তিনি দেশ চালিয়ে ছিলেন । কিন্তু ১৯৯৬ সালে তিনি আওয়ামীলীগের কিছু দাবী দাওয়া মেনে না নিয়ে ১৫ ই ফেব্রুয়ারী তিনি আওয়ামীলীগ কে বাইরে রেখেই একা নির্বাচন করে ক্ষমতায় আসলেন । কিন্তু তিনি ৩ মাসের বেশি ক্ষমতায় থাকতে পারলেন না আওয়ামীলীগ এর আন্দোলন এর কারনে । এখানে তিনি ই তত্ত্বাবধায়ক সরকারের নিয়ম ভঙ্গ করেছিলেন । তিনি ঠিকভাবে কিন্তু ক্ষমতা ছাড়েননি । ১৫ ই ফেব্রুয়ারী নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় চলে আসলেন । তার মেয়াদ শেষে তিনি ২০০১ সালে নিয়ম তান্ত্রিক ভাবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিলেন । সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় চলে আসলো । এর পরে ২০০৬ সালে খালেদা জিয়া আবারো আওয়ামীলীগ এর কিছু দাবি দাওয়া মানলেন না । তার দলীয় কিছু লোকজন দিয়ে যেন তেন ভাবে একটি নির্বাচন দিতে চেয়েছিলেন । কিন্তু আওয়ামীলীগ তা মানল না । শুরু হল লগি বৈঠার মার দাঙ্গা । সৃষ্টি হল মইন উদ্দিন এবং ফক্রুদ্দিন্ন এর সরকার । ১৯৯৬ এবং ২০০৬ সালে খালেদা জিয়া এক ই ভুলের পুনারাব্রিত্তি করলেন । বর্তমান সময়ের যে রাজনৈতিক অস্থরতা তার জন্য বেগম খালেদা জিয়াকেই অনেকাংশে দোষারোপ করা যায় । আজকে শেখ হাসিনার শক্ত হওয়ার পিছনে খালেদা জিয়াকে দায়ি করা যায় । কথায় আছে অন্য কারো জন্য গর্ত খুঁড়লে সেই গড়তে নিজেকেই পড়তে হয় ।
সব শেষে বলব তার পরও দেশে আগামীতে একটি ভালো নির্বাচন হোক , যেই নির্বাচনে সকল মানুষ তাদের ভোট প্রয়োগ করতে পারবে ।