ঢাকা অফিস : আসামির হামলায় হামলায় গুরুতর আহত হয়েছেন পিরোজপুর পুলিশের সহকারী উপপরিদর্শক-এএসআই রফিকুল ইসলাম। শুক্রবার দুপুরে কাউখালী উপজেলার জয়কুল গ্রামে এ ঘটনা ঘটে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান, প্রতিবেশী এক নারীকে লাঞ্ছিত করার ঘটনায় জয়কুল গ্রামের হায়দার হাওলাদারের বিরুদ্ধে কাউখালী থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার তদন্ত করতে হায়দারের বাড়িতে যান এএসআই রফিকুল। হায়দারের ঘরে প্রবেশ করলে ধারালো অস্ত্র দিয়ে এএসআই রফিকুলকে কুপাতে শুরু করে হায়দার হাওলাদা। এতে হাত ও মাথায় গুরুতর আঘাত পান রফিকুল।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রফিকুলকে।
হামলার পর থেকে পলাতক রয়েছেন হায়দার ও তার স্ত্রী। হায়দারকে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।