বিজ্ঞপ্তি : পবিত্র ঈদ-উল-ফিতর কে সামনে রেখে আড়ংঘাটা মানবতাবাধিকার সংগঠন নূরানী কাফেলা সোমবার সকাল ১০টায় আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় এবারও গরীব, দুখী ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী (সিমাই, চিনি, চাউল ইত্যাদি) বিতরন করেছে ও একজন অসুস্থ পঙ্গ বৃদ্ধা মহিলাকে একটি হুইল চেয়ার বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে করেন আড়ংঘাটা থানার নূরানী কাফেলার সভাপতি জি এম বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন খুলনা বিশ্বাস প্রোপার্টিজ এর সত্ত্বাধিকীর মোঃ আসগর বিশ্বস তারা, বিশেষ অথিতি ছিলেন আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ কাজী রেজাউল করিম রেজা, খুলনা ৩২নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি মোড়ল জাহাঙ্গীর হোসেন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শেখ আউলিয়া ইসলাম, মোঃ সুমন প্রমূখ।