রাজীব চৌধুরী, কেশবপুরঃ কেশবপুর উপজেলার ০১ নং ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন বাসীর ভালবাসা নিয়ে চেয়ারম্যান হতে চাই জাহাঙ্গীর আলম খান সুজন।বিগত দিনে ইউনিয়নের সচেতন ও সাধারণ মানুষের মধ্যে দফায় দফায় করনীয় নির্ধারনে বৈঠক হয়।বৈঠকে সচেতন ও সাধারন মানুষের সীদ্ধান্তে তিনি নির্বাচন করতে চেয়ারম্যান পদপ্রার্থী হন। ইউনিয়নবাসীর এমন ভালোবাসায় জাহাঙ্গীর আলম খান সুজন আপ্লুত হয়ে বলেন আমি এই ভালোবাসা আজীবন অন্তরে ধারণ করে রেখে নির্বাচন করতে নেমেছি। ইউনিয়ন বাসীর সেবায় নিজেকে নিয়োজিত করে আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে অংশ নিয়ে ০১ নং ত্রিমোহিনী ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন স্থানে গণ সংযোগ অব্যাহত রেখে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ইউনিয়ন বাসীর দোয়া চেয়ে চলেছেন সুজন।