বটিয়াঘাটা প্রতিনিধিঃ খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস বলেছেন, দেশের উন্নয়নের জন্য দরকার বারবার শেখ হাসিনার সরকার তিনি শুক্রবার বিকাল ৩টায় বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন আওমীলীগের বিশেষ সভায় এ কথা বলেন। ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ হাদিজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তুলশী দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, সাবেক চেয়ারম্যান নিহার রঞ্জন মল্লিক, দেবপ্রসাদ বিশ্বাস, মুশিবুর রহমান, প্রহ্লাদ জোদ্দার, নির্মলকান্তি মন্ডল, সুশিল রায়, মোঃ মোশারফ হোসেন, অনুপম বিশ্বাস, নিহার রঞ্জন সরকার, সুব্রত বিশ্বাস, প্রদিপ মন্ডল, দুলাল মহালদার, সৌমেন্দ্রনাথ বিশ্বাস, দিলিপ বিশ্বাস, রাজিব গোলদার, সুজন মন্ডল, অধ্যাপক তপন রায়, ডাঃ শচীন রায়, দেবদাস কবিরাজ, আঃ কুদ্দুস, দেবপ্রসাদ সরকার, শিমুল গাজী, জয়দেব রায়, অশোক বিশ্বাস, সুমন হালদার, বিধান রায়, পরিতোষ দেওয়ান, রমা রানী মন্ডল, সঞ্চিতা রায়, আশালতা ঢালী, মলিনা রায়, আঃ রাজ্জাক, স্বপন রায়, মনোরঞ্জন শীল, খোকন মল্লিক প্রমূখ।