আবু হোসাইন সুমন, মোংলা : মোংলায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার প্রদর্শনীতে প্রথম পুরস্কার জিতেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে উপজেলা পরিষদ মাঠে শুরু হওয়া উন্নয়ন মেলা শেষ হয় শনিবার। শনিবার রাতে আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্পত্তি শাখার ডেপুটি ম্যানেজার মো: রওশন আলী ও সহকারী ট্রাফিক ম্যানেজার মো: সোহাগের হাতে প্রথম পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আ: রহমান, উপজেলা যুব লীগের সভাপতি ই¯্রাফিল হাওলাদার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। মোংলা বন্দর কর্তৃপক্ষ ছাড়াও উন্নয়ন মেলায় মোট ৫১টি ষ্টল অংশ নেয়। মেলার সমাপনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্লোজ আপ ওয়ান তারকা নিশিথা বড়–য়াসহ স্থানীয় শিল্পীরা।