ঢাকা অফিস : উল্টোপথে ভিআইপিদের গাড়ি পেলে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ে ঈদযাত্রা নিয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে তিনি এই নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, উল্টোপথে গাড়ি চালানোর প্রবণতা কমলেও ঈদে তা বেড়ে যায়। মহাসড়কে পশুবাহী গাড়ি যাতে ধীরগতিতে না চলে এবং থেমে না থাকে, সেজন্য সংশ্লিষ্টদের বিশেষ নজর দিতে বলেন ওবায়দুল কাদের।
এছাড়া দুর্ঘটনা এড়াতে চালক হেলপারদের জন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে পরিবহণ মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। ঈদযাত্রার সময় সড়ক উন্নয়ন কাজ বন্ধ রাখারও নির্দেশ দেন তিনি।
বন্যায় মহাসড়কের ক্ষতি হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, জেলা সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ঈদযাত্রায় ভোগান্তি হবে না।