বিনোদন ডেস্ক :: অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার জীবনের গল্পও খানিকটা সিনেমার মতোই। ঝড়ঝাপটা কম যায়নি, তবে তিনি সদা হাসিখুশি থাকেন।
শ্রাবন্তী অভিনিত ‘কাবেরী অন্তর্ধান’ ছবি সম্প্রতি মুক্তি পেয়েছে। এর মাঝে গতকাল বুধবার এই নায়িকাকে দেখা গেছে ব্রিটিশ তারকার সঙ্গে। তাহলে কি এবার হলিউডের পথে অভিনেত্রী?
সম্প্রতি বলিউড ছেড়ে হলিউডদের দিকে ঘেঁষেছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটের মতো তারকারা। মন্থর গতি হলেও সাফল্য পেয়েছে তারা। এছাড়া প্রিয়ঙ্কা এখন রীতিমতো আন্তর্জাতিক তারকা। বলিউড অভিনেত্রীর তকমা খাটে না তার নামের পাশে। তেমন কোনো পরিকল্পনা কি রয়েছে টলিপাড়ার শ্রাবন্তীরও?
প্রশ্ন করা হলে খানিকটা হেসে অভিনেত্রী শ্রাবন্তী বলেন, ‘ইচ্ছে তো থাকেই, মনের মতো কাজের সুযোগ পেলে নিশ্চয়ই করতে পারি।’
পাশপাশি নায়িকা এও স্পষ্ট করে বলেন, ব্রিটিশ তারকা টম কুলস্টনের সঙ্গে কোনো ইংরেজি ছবিতে নয়, দেখা যাবে বাংলা ছবিতেই। সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবি ‘রবীন্দ্রনাথ কাব্য রহস্য’তে দেখা যাবে তাকে। শ্রাবন্তী ছাড়াও এ ছবিতে রয়েছেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তীর মতো তারকারা।