ঢাকা অফিস : হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন বলা যাবেনা, তিনি শংকামুক্ত নয়, তবে বেঁচে আছেন- এমনটি জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। সোমবার দুপুরে, বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
জি এম কাদের বলেন, ‘চিকিৎসকরা বলেছেন এরশাদের সার্বিক শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তিনি অক্সিজেন সাপোর্টে আছেন।’ এসময় তিনি আরও বলেন, ‘অত্যাধুনিক ডায়ালাইসিসের মাধ্যমে এরশাদের রক্ত থেকে অপ্রয়োজনীয় বর্জ্য অপসারণ ও সংক্রমণ নিয়ন্ত্রণ করা হচ্ছে। ‘
চিকিৎসকদের বরাত দিয়ে জি এম কাদের আরও জানান, ‘সব কিছুই যন্ত্র এবং ঔষুধের মাধ্যমে সচল রাখা হয়েছে। এরশাদের ব্লাড প্রেসার ও হার্টবিট স্বাভাবিক রয়েছে। তাকে ঘুমের ওষুধ ও বেদনানাশক ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। অবস্থার উন্নতি হলেই তাকে সচেতন করা হবে।’