যশোর: যশোর শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার গণিত বিষয়ে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এদিনের পরীক্ষায় ৮শ’ ৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, অসাদুপায় অবলম্বনের দায়ে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা ছাড়া সুন্দর পরিবেশে সুষ্ঠভাবে গণিত পরীক্ষা সম্পন্ন হয়েছে।
তিনি জানান, বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে যশোরের চৌগাছা (৩১৩) পরীক্ষা কেন্দ্রের ১ জন, সাতক্ষীরার তালা (২৫৫) পরীক্ষা কেন্দ্রের ১ জন, কুষ্টিয়ার আমলা (২৬৯) ও খাস মথুরাপুর (২৫৫) পরীক্ষা কেন্দ্রের ২ জন শিক্ষার্থী রয়েছে।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে কুষ্টিয়া ১৩১, যশোরে ১২৩, ঝিনাইদহে ১২৩ জন, সাতক্ষীরায় ৯৩ জন, খুলনায় ৮৭ জন, বাগেরহাটে ৬৯, মাগুরায় ৬৮, চুয়াডাঙ্গায় ৪৮, নড়াইলে ৩৩ ও মেহেরপুরে ৩০ জন অনুপস্থিত ছিল।