রবিউল ইসলাম মিটু,যশোর : রাইটস যশোরের সভাপতি প্রয়াত এ্যাডভোকেট শরীফ আব্দুর রাকিবের মৃত্যুতে আজ শনিবার (১৩ জানুয়ারি) বাদ আছর সংগঠনের কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা হাসান।
দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক মো. ইয়াকুব আলী মোল্যা, ডা. আবুল কালাম আজাদ, পাবলিক প্রসিকিউটর মো. ইদ্রিস আলী, পৌর কাউন্সিলর মকশিমুল বারী অপু, রাইটস যশোরের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ মল্লিক, সহ-সভাপতি মঞ্জুর হোসেন মুকুল, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আনোয়ারা খান, নির্বাহী সদস্য মোবাশ্বের হোসেন বাবু, পিপি (দুদক) আশরাফুল আলম বিপ্লব প্রমুখ।