ঢাকা অফিস : নুসরাত হত্যার ঘটনায় জড়িত ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রবিবার ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কাউকেই ছাড়া দিচ্ছি না। যে ওসির কথা বলা হচ্ছে তার নামেও মামলা হয়েছে, চার্জশীটেও তার নাম আছে। সে যতখানি অপরাধ করেছে, তার বিরুদ্ধে সে ধরণের ব্যবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আদালতের মাধ্যমেই নেয়া হবে।’
এ সময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীকে আনতে যাওয়া পাইলটের পাসপোর্ট না থাকার বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।