ঢাকা অফিস : বলিউডের অভিনেতা ও প্রযোজক আদিত্য পাঞ্চালির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন বলে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন বলিউডের বিউটি কুইন কঙ্গনা রানাওয়াত। বৃহস্পতিবার আদিত্য পাঞ্চালির নামে এফআইআর করেছে মুম্বইয়ের ভারসোভা থানার পুলিশ। এ অভিযোগের ভিত্তিতে যে কোনো সময় গ্রেফতারের মুখোমুখি হতে পারেন আদিত্য।
২০১৭ সালে আদিত্যর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেন ভারতের জনপ্রিয় এই নায়িকা। তার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৮, ৩৮৪, ৩৪১, ৩৪২, ৩২৩ ও ৫০ ধারায় মামলা করা হয়েছে আদিত্য’র বিরুদ্ধে।
পুলিশের কাছে ২০১৭ সালে অভিযোগ দায়ের করা হলেও, ধর্ষণের ঘটনাটি আসলে ঘটেছিল ১০ বছর আগে। সেক্ষেত্রে ধর্ষণ হয়েছিল কিনা তা প্রমাণ করাটা অনিশ্চিত পুলিশের কাছে।
তবে, বলিউডের অভিনেতা ও প্রযোজক আদিত্য এটাকে মিথ্যে ধর্ষণের মামলা বলে উড়িয়ে দিয়েছেন। সেই সময় কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলাও করেন তিনি।
বুধবারই আদিত্যর করা মানহানির মামলার প্রেক্ষিতে কঙ্গনা রানাউত ও তার বোনের নামে সমন পাঠিয়েছে আন্ধেরি আদালত। আগামী ২৬শে জুলাই এই মামলার শুনানিতে তাদেরও হাজির থাকার নির্দেশ দেয়া হয়েছে।