করোনায় আক্রান্ত আরও দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

প্রকাশঃ ২০২০-০৩-২২ - ১৯:১২
ঢাকা অফিস : করোনায় আক্রান্ত এখন পর্যন্ত ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনায় আক্রান্ত আরও দুইজন আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত পাঁচজন সুস্থ হয়েছেন। রবিবার, স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি জানান, ২৭ রোগীর মধ্যে দুইজন মারা গেছেন। পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২০ জন। আইসোলেশনে ৪০ জন।

তিনি আরও জানান, বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন শনাক্ত হয়েছেন। তিনজনের ১ জন মহিলা ২ জন পুরুষ। এদের মধ্যে দুইজন প্রবাসী এবং অপরজন প্রবাসীদের সংস্পর্শে আক্রান্ত।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম বলেন, সিলেটে যিনি মারা গেছেন তাকে করোনারোগীর প্রসেস এ দাফন করা হয়েছে। তার রিপোর্ট পেতে ২৪ ঘন্টা লাগবে। কমিউনিটি সংক্রমণ বলার আগে সবকিছু পর্যবেক্ষণ করা হচ্ছে।