করোনায় নতুন আরও ৫৮ জন শনাক্ত

প্রকাশঃ ২০২০-০৪-১১ - ১৫:২৫
ঢাকা অফিস : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জন করোনায় আক্রান্ত। দেশে গত ২৪ ঘণ্টায় ৯৫৪ জনের নমুনা সংগ্রহ করে ৫৮ জনের শরীরে করোনায় শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। এনিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮২ জনে।

শনিবার দুপুরে, স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় আরও তিনজন করোনায় মারা যায়। মোট মৃতের সংখ্যা ৩০ জন। এছাড়া নারায়াণগঞ্জ,মিরপুর এবং বাসাবোতে সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত  প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) করোনা শনাক্ত হয়েছিল ৯৪ জন, মৃত্যু ছিল ৬ জন।