ভারতেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। দেশটিতে এ পর্যন্ত ২৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এরমধ্যে ১৬ জন ইতালির পর্যটক রয়েছেন।করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে জনসমাগমস্থল এড়িয়ে চলার এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ ও বিশেষজ্ঞরা।
তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনে আসন্ন হোলি উৎসবে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে গতকাল বুধবার মোদি একটি ট্যুইট করেছেন।
ট্যুইটে মোদি লিখেছেন-‘বিশ্ব জুড়ে যেভাবে করোনাভাইরাস বা কোভিড নাইন্টিন ছড়িয়ে পড়ছে তা রুখতে বিশেষজ্ঞরা জনসমাগমস্থল এড়ানোর পরামর্শ দিয়েছেন। তাই, এই বছর আমি কোনও হোলি উৎসবে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
নরেন্দ্র মোদির ট্যুইট করার কিছুক্ষণ পরেই ট্যুইট করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্যুইট বার্তায় অমিত শাহ জানান তিনিও এ বছর হোলির উৎসবে অংশ নেবেন না।
 
					 
                             
                             
                             
                             
                            