ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে চলমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকা গ্রহনের ওপর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। এ সময় আরও বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার রেক্সোনা আক্তার, ডুমুরিয়া টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম মিয়া, ডুমুরিয়া কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার, শাহপুর স্কুলের প্রধান শিক্ষক মোঃ আখতারুজ্জামান, মাদ্রাসা সুপার বায়েজিদ হুসাইন, প্রাথমিক স্কুল শিক্ষক দিবাশীষ চন্দ্র চন্দ প্রমুখ। শিক্ষক রবিউল ইসলাম লাভু সভার সঞ্চলণা করেন এবং অনুষ্ঠানে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টানের প্রধানগণরা উপস্থিত ছিলেন।