বিজ্ঞপ্তি : করোনা ভাইরাস মোকাবেলায় অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব খুলনা (আটাক) এর উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগরীর শিববাড়ি মোড়ে এই মাস্ক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আটাক-এর উপদেষ্টা ডা. শেখ মোঃ রেজোয়ান ও এজাজ আহমেদ চৌধুরী সুমন, আটাক-এর সভাপতি মামুন রেজা, সাধারণ সম্পাদক এস এম ওয়াসিম মেহবুব, কোষাধ্যক্ষ শাকুর মাহমুদ শোভন, সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন বাবুল, সহ-সভাপতি মাহফুজা আকতার জারা, শেখ মামুন হোসেন ও নাজমুন নাহার রুনু, যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর ইসলাম রকি ও মেরাজ হোসেন, সদস্য মোঃ আবদুল বাকী, শাদ খান।
সংগঠনের পক্ষ থেকে সহস্রাধিক মানুষের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়।