সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তের প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন ও পূজা কমিটির সাথে মত বিনিময় করেছে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: আশরাফুল হক।
গতকাল কলারোয়া উপজেলার ঝিকরা, হরিতলা, ঝাউডাঙ্গাসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও পূজা কমিটির সাথে মতবিনিময় করেন তিনি।
এ সময় তিনি সনাতন ধর্মের সবচেয়ে বড় শারদীয় দূর্গা সৎসবকে কেন্দ্রকরে কোন দুষ্টকৃতকারি যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পরে সে জন্য বিজিবি কঠোর ভাবে দায়িত্ব পালন করবে। একই সাথে গতকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিদিন সকাল ৮ টা হতে পূজামন্ডপ সমূহে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
 
					 
                             
                             
                             
                             
                            