কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় নাশকতার অভিযোগে ফিরোজ আলম (৩২)নামে এক ব্যক্তিকে আটক করেছে। সে উপজেলার পাইকপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে তার বাড়ী থেকে আটক করে থানা পুলিশ। থানার এসআই সুবির কুমার ঘোষ জানান-গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে ফিরোজ আলমকে আটক করা হয়। তার বিরুদ্ধে কলারোয়া থানায় নাশকতা মামলা নং-১(১১)১৮ রয়েছে।