কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ১০ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশঃ ২০১৭-১১-০৮ - ০১:১২

কলারোয়া,সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় পঁচা দূগন্ধ স্থানে মিষ্টি রাখা এবং মুদি দোকানে মূল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার আইনে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারসহ ১০ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১১হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে পৌর বাজারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তাদেরকে এই জরিমানা করেন উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম পৌর বাজারে অভিযানকালে চৌরাস্তা মোড়ে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার (মিষ্টির দোকানে) পঁচা দূর্গন্ধ স্থানে মিষ্টি রাখার দায়ে মালিককে ২হাজার টাকা জরিমানা আদায় করেন। অপরদিকে মাছ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পন্য ও মূল্য তালিকা না থাকার অপরাধে শিমুল স্টোরের মালিককে ২হাজার টাকা, আজগর আলী স্টোরের মালিককে ১হাজার টাকা, এলিজা স্টোরের মালিককে ১হাজার টাকা, হাবিব স্টোরের মালিককে ১হাজার টাকা, টেনা স্টোরের মালিককে ১হাজার টাকা, মিজানের মাছের দোকানে ১হাজার টাকা, আবু জাফর মাছের দোকানে ৫”শত টাকা, খোকনের মাংশের দোকানে ৫’শত টাকা ও সৈকত টেইলার্স (কাপড়ের দোকান) মালিককে লাইসেন্স নবায়ন না থাকায় অপরাধে ১হাজার টাকা। সর্বমোট ১১হাজার টাকা জরিমান আদায় করেন এবং সকল প্রতিষ্ঠানকে সতর্ক করে দেন ভ্রমামাণ আদালত। আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা ফারুকুজ্জামান, থানার এএসআই রশিদুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসের বেঞ্চ সহকারী আব্দুল মান্নান প্রমুখ।