ঢাকা অফিস : জাতীয় পার্টির সংসদ সদস্য কাজি ফিরোজ রশীদের পূত্রবধু মেরিনা রশীদ গুলিবিদ্ধ হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি আছেন।
রবিবার রাত সাড়ে দশটার দিকে ধানমন্ডির নিজ বাসায় স্বামী শোয়েব রশীদের নামে লাইসেন্স করা পিস্তলের গুলিতে আহত হন মেরিনা। মেরিনার বাবা সিরাজুল ইসলাম পাটোয়ারীর দাবি, দাম্পত্যকলহের কারণে এই ঘটনা ঘটতে পারে।
অন্যদিকে পুলিশের ধারণা, মেরিনা আত্মহত্যার চেষ্টা করেছিলেন। মেরিনার স্বামী কাজি শোয়েব রশীদের মুঠোফোনে ফোন দিলে তার সহকারী জানান, ঘটনার সময় মেরিনার স্বামী ও শ্বশুর বাসায় ছিলেন না। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মেরিনা পেছন থেকে গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে মেরিনাকে আইসিইউতে রাখা হয়েছে।