কামরুজ্জামান উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত

প্রকাশঃ ২০১৮-০২-১৬ - ২২:০৮

যশোর: যশোর সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের ফরিদপুর গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মো. কামরুজ্জামান  শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। পিরোজপুরেরর কাউখালী উপজেলার জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (গণিত)  কামরুজ্জামান উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এ শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।

কামরুজ্জামান কামরুজ্জামান যশোর শাহীন কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করে সরকারি এম.এম কলেজ, যশোর হতে ২০০৮ সারে বিএসসি অনার্স এবং ২০০৯ সালে এমএসসি (গণিত) এ ১ম শ্রেণি অর্জন করেন। ২০১২ সালে তিনি বিএড ১ম শ্রেণিতে পাস করে করেন। ২০১৩ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ ডিগ্রী অর্জন করেন। ২০১৬ সালে এমএড এ প্রথম শ্রেণি অর্জন করেন। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা প্রকল্প সেকায়েপ এর রিসোর্স টিচার (গণিত) হিসেবে কর্মরত ছিলেন।তিনি ২০১৫ সাল থেকে জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।