দাকোপ, খুলনা : খুলনা জেলার দাকোপ উপজেলাধীন কামারখোলা ইউনিয়নের কামারখোলা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল জলিল গাজির পুএ ইব্রাহিম গাজী সুমন কে একই এলাকার একদল উচ্ছৃংখল যুবক হামলা চালিয়ে মারাত্তক আহত করে তার কাছে থাকা টাকা ও মালামাল ছিনিয়ে নিয়ে গেছে বলে জানা যায়। গ্রামমবাসি ও দাকোপ থানায় দায়েরকৃত অভিযোগে জানা গেছে,বিগত ১২ এপ্রিল সন্ধা ৭টার দিকে শিক্ষক আব্দুল জলিল গাজীর জেষ্ঠপুএ সুমন গাজী ওয়াপদার কলোনী থেকে কেনাকাটা করে কামারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন পাশ দিয়ে বাড়ি ফেরার পথে মিলনের বাড়ির কাছে পৌছেলে স্থানীয় গুন্ডা প্রকৃতির সিরাজ গাজী,মেজবাহ,রানা সহ ৪/৫ জনের এক বাহিনী অতর্কিত হামলা চালিয়ে লাঠি দিয়ে বেদম মারপিট করে মারাত্তক জখম করে সুমনের কাছে থাকা নগদ টাকা,মোবাইল সহ অন্যান্য সকল মালামাল নিয়ে পালিয়ে যায় ।মারাত্তক আহত ইব্রাহিম সুমন গাজীকে সাথে সাথে দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।সুমনকে মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে দাকোপ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।অপর দিকে প্রতিপক্ষ সিরাজ গাজী সুমনের বিরুদ্ধে ঘের থেকে ঘটনার দিন রাতে গলদা চিংড়ি চুরির অভিযোগে দাকোপ থানায় লিখিত অভিযোগ করেন বলে জানা গেছে। এদিকে সুমন গাজীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে হামলাকারিদের প্রধান সিরাজ গাজীর বিরুদ্ধে দাকোপ থানা,কোর্ট,দাকোপ উপজেলা প্রশাসনের কাছে বিগত দীর্ঘ দিনের অনেক অভিযোগ আছে।এ বিষয় সিরাজ গাজির কাছে সুমনের উপর হামলার কারন জানতে চাইলে বলেন সুমন ঘটনার দিন রাতে আামার গলদা চিংড়ীর ঘের থেকে গলদা চিংড়ী চুরি করে যা এলকার অনেকেই জানেন। বিষয়টি নিয়ে ২ গ্রুপের মাঝে এলাকায় নানা আলোচনা সমালোচনা ও বেশ উত্তেজনা চলছে বেশ কয়েকদিন যাবৎ।