হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ : কালিগঞ্জ টু ঝাঁপালী সড়কের হোগলা মোড় সংলগ্নে একটি কালভার্ট ভেঙ্গে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলেও সংস্কারে কেউ এগিয়ে আসেনি। এভাবেই চলছে বর্ষাকালের শুরু থেকেই। এমনিতেই এই সড়কটির ঠেকরা হাজীবাড়ি মোড় হতে পারুলগাছা মাঠ, চৌমুহনী হাট হতে রামনগর ভেগীরহাট মোড়, রামনগর ব্রীজ হয়ে তালতলা হাটখোলা পর্যন্ত কার্পেটিং সড়কটি খানাখন্দ আর ছোট বড় গর্তে পরিণত হয়ে আছে বছরকে বছর ধরে। দেখার যেনো কেউ নেই। তারপরে তালতলা হয়ে জয়নগর মোড় পর্যন্ত সড়কটি আম্ফান পরবর্তীতে নদীবন্যায় কার্পেটিং সড়কটি আর নেই। সেই ১৫/২০ বছরের পুরানো রূপে ফিরে এসেছে সড়কটি। নেই কার্পেটিং কিংবা ইট বালি ও খোয়া পাথরের লেশমাত্র। তারপরে আবার গুরুত্বপর্ণ ঐ সড়কের হোগলা মোড়ে কালভার্ট ভেঙ্গে পড়ায় নতুন করে ভোগান্তিতে পথচারীরা। প্রতিদিন হাজার হাজার পথচারী অনেক কষ্টে ঐ ভাঙ্গনকবলিত যায়গা পার হয়ে চলাচল করছে। বাস, ট্রাক, পিকআপ, মাইক্র চলাচল বন্ধ রয়েছে বেশ কিছুদিন। অথচ অতি জনগুরুত্বপর্ণ সড়কটির উপরে একটি কালভার্ট সংস্কারের উদ্যোগ নেই সংশ্লীষ্ট কর্তৃপক্ষের। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাতী সাধারণের। ভুক্তভোগীদের প্রশ্ন এ দায় কার?
 
					 
                             
                             
                             
                             
                            