গোপালগঞ্জ প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে কাশিয়ানী উপজেলা প্রেসক্লাব। বুধবার একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সাংবাদিকরা।
এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মশিউর রহমান খান, প্রেসক্লাবের সভাপতি শহিদুল আলম মুন্না, সহ-সভাপতি সাদেক আহমেদ, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লিংকন, সহ-সাধারণ সম্পাদক এম এ জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক কাজী কাফু, কার্য পরিষদের সদস্য শ্যামল দত্ত প্রমুখ।