কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ভেড়ামারায় নাবালিকা ধর্ষন মামলার আসামী ইসমাইল সরদারকে গ্রেফতার করেছেন।
গ্রেপ্তারকৃত আসামি ইসমাইল সর্দার (৫০) ভেড়ামারা থানার ক্ষেমিরদিয়াড় গ্রামের মৃত মোক্তার সর্দারের ছেলে।
ঘটনার বিবরনে জানা গেছে, গত (২৮ সেপ্টেম্বর) তারিখে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন ক্ষেমিরদিয়াড় দক্ষিনপাড়া গ্রামে একজন নাবালিকা মেয়েকে জোরপূর্বকভাবে ধর্ষণের অভিযোগে ভেড়ামারা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়।
যার মামলা নং-১০, তারিখঃ ২৮ সেপ্টেম্বর ২০২৪। ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (১)। উক্ত মামলার প্রেক্ষিতে পলাতক আসামিকে গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ নভেম্বর) রাত সারে ১১ টায় “ জেলার দৌলতপুর থানার আল্লারদর্গা বাজারের মেইন রাস্তা সংলগ্ন আশিকের চায়ের দোকান” হতে ধর্ষণ মোঃ ইসমাইল হোসেন @ ইসমাইল সরদার (৫০) কে গ্রেফতার করা হয়। পরে শনিবার সকালে ভেড়ামারা থানায় আসামি ইসমাইল হোসেন কে হস্তান্তর করা হয়।