আবু হোসাইন সুমন, মোংলা : শৈত্য প্রবাহের পাশাপাশি ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে মোংলাসহ আশপাশের উপকূলীয় এলাকায়। গত কয়েকদিনের টানা শৈত্য প্রবাহে শীতের তীব্রতা বেড়েছে অনেক। তারপর নতুন করে প্রচন্ড কুয়াশা জুড়ে বসায় শীতের ভোগান্তিতে পড়েছে উপকূলের মানুষ। কুয়াশার কারণে বেলা দুপুর না হলে সূর্য্যরে মুখের দেখা মিলছে না। হাড় কাপানো শীতে প্রতিনিয়ত নানা রোগ-শোকে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সের মানুষ। তবে অন্যান্যবারের তুলনায় এ বছরের শীতে হাসপাতালগুলোতে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধ-বৃদ্ধার সংখ্যা অনেক বেশি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: জীবিতেষ বিশ্বাস। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেন্ট পলস হাসপাতালেও গিয়ে দেখা যায় শীতে আক্রান্ত রোগীদের প্রচন্ড ভিড়। বেলা বাড়ার সাথে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যাও। এদের মধ্যে শিশুদের নিউমোনিয়া ও বয়স্কদের শ্বাস কষ্ট জনিত সমস্যাটাই বেশি।