কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের নব-গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা গতকাল সন্যাসগাছা ব্রীজের মাথা মুজিব চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আসাদ মোল্যার সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক অলোক চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, কেশবপুর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু ও গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ অরুণ দে। বক্তব্য রাখেন আটলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার শরিফুল ইসলাম, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কে.এম মফিজুল ইসলাম, সরদার জাকির হোসেন, শেখ মাহাবুব আলম সোহাগ প্রমুখ। অনুষ্ঠানে সড়ক দূর্ঘটনায় নিহত উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এস এম সোহেল রানার আতœার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।