এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যশোরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বর্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৭-১৮ অর্থবছরে মাসব্যাপী মেয়েদের হকি প্রশিক্ষণ বুধবার সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ প্রদান করেন সাবেক জাতীয় দলের হকি খেলোয়ার হাসান রনি। সমাপনী দিনে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বেগম রোকেয়া হকি একাদশ ২-০ গোলে একই বিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হকি একাদশকে হারিয়ে জয়লাভ করে। গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সভাপতি সিদ্ধার্ত বসুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সুপ্রভাত বসুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসারের পত্নী শাহানাজ সুলতানা, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, যশোর জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, অবসরপ্রাপ্ত জেলা ক্রীড়া অফিসার মুক্তিযোদ্ধা ইফতেখার আলম ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। ধারা বর্ণনায় ছিলেন শিক্ষক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও পোশাক প্রদান করা হয়।