কেশবপুর(যশোর)প্রতিনিধি : যশোরের কেশবপুরে মঙ্গলকোট ইউনিয়নে বড়েঙ্গা গ্রামে রবিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হযেছে।
মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে উঠান বৈঠকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। তিনি গ্রামের লোকজনদের খোজখবর নেন। তাদের চাওয়া পাওয়ার কথা মনযোগ দিয়ে শোনেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আব্দুল হালিম। উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ সরদার, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনেয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, মহিলা আওয়ামী লীগের অধ্যাপিকা রেবা ভৌমিক, আওয়ামী লীগনেতা মুনছুর আলী, মাসুদুর রহমান, আব্দুল ওহাব, শহিদ মাষ্টার প্রমুখ।