কেশবপুরের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের গণসংযোগ

প্রকাশঃ ২০১৮-০২-০৪ - ১২:৫৪

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। তিনি আরো বলেন নৌকার সরকার ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। শনিবার দিনব্যাপী তিনি উপজেলার হাসানপুর ইউনিয়নের আওয়ালগাতী ও টিটাবাজিতপুর গ্রামে গণ সংযোগ করেন। গণসংযোগ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ শাহাজাহান আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক ও সোহরাব হোসেন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ সরদার, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, উপজেলা আওয়ামী লীগের সিনেয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, মহিলা আওয়ামী লীগের অধ্যাপিকা রেবা ভৌমিক, আওয়ামী লীগতো এস এম বাবর আলী, আলাউদ্দীন, শাহিদুজ্জামান শাহীন, আলতাফ হোসেন, জি.এম. হাফিজুর রহমান, ওহিয়ার রহমান, আব্দুর রউপ, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুবলীগ নেতা ওহিদুজ্জামান মিন্টু, শামীম রেজা, আনারুল ইসলাম রাজু, মাসুম বিল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ প্রমুখ।
রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক প্রধান অতিথি হিসাবে আলতাপোল ও বরণডালি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।