এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর পৌরসভার সাবদিয়ায় এক বে-পরোয়া নারী রশিদা বেগমের বিরুদ্ধে পৌর কাউন্সিলর জামাল উদ্দিন সরদার সংবাদ সম্মেলন করেছে।
কেশবপুর উপজেলা প্রেসক্লাবের রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন সরদার লিখিত বক্তব্য পাঠকালে বলেন, পৌরসভার সাবদিয়া গ্রামের পৌর বিএনপিনেতা করিম মোড়লের স্ত্রী রাশিদা বেগম সম্প্রতি সরকারী জমি দখল করে পাঁকা ভবন নির্মান কালে তিনি ও এলাকাবাসি সম্মিলিতভাবে বাধা প্রদান করলে তার বিরুদ্ধে সে থানায় একটি মিথ্যা অভিযোগ করে। থানা তদন্ত ওসি শাহাজাহান আহম্মেদ বিষয়টি তদন্ত করে কোন সত্যতা পায়নি। তখন থেকে রাশিদা বেগম আমাকে সায়েস্তা করার করার ঘোষণা দেয়। তার প্রেক্ষিতে গত ৩ ফেব্রুয়ারী আমার বিরুদ্ধে ভূয়া মাতৃত্ব ভাতার কার্ড তৈরী করে লক্ষ লক্ষ টাকা আত্নসাতের অভিযোগ ও চাঁদাবাজির কাল্পনিক অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে। অথচ সরকারীভাবে তদন্ত ছাড়া মাতৃত্ব ভাতার কার্ড তৈরীর কোন সূযোগ নেই। আত্নসাত ও চাঁদাবাজির কোন প্রশ্নই ওঠে না। যে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়। তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি রাশিদা বেগমের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ তোলেন। তাছাড়া রাশিদা বেগম পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাখাওয়াত হোসেন ও আঃ বারিক সরদারের পূত্র আঃ জলিলের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা দিয়ে হয়রানি করে। মামলার ভয়ে তার বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। রাশিদা বেগম তার স্বামী আব্দুল করিমকে ছাড়া পৃথকভাবে বসবাস করায় তিনি ২য় বিবাহ করেছেন। বর্তমানে রাশিদা বেগম তার বিরুদ্ধে নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।