কেশবপুরের লক্ষীনাথকাটী দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  

প্রকাশঃ ২০১৭-১২-৩০ - ২১:১৩

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার লক্ষীনাথকাটী দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শনিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মফেজ উদ্দীন সরদারের সভাপতিত্বে ও শিক্ষক মাওঃ আব্দুস সালামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সুপার মাওঃ আব্দুস সাত্তার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসা, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন ছাত্রলীগের অন্যতম নেতা বিল্লাল হোসেন, অভিভাবক আঃ মজিদ গাজী, জসিম উদ্দীন, মাওঃ নূরুল ইসলাম, সহকারী শিক্ষক রবিউল আলম, ছাত্রী সোয়েবা খাতুন প্রমুখ।