কেশবপুরের হিজলডাঙ্গা ও গৌরীঘোনায় রমরমা জুয়ার আসর  

প্রকাশঃ ২০১৮-০২-০৪ - ২০:২৯

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর পল্লীতে দুটি স্থানে রমরমা জুয়ার আসর বসছে। যার ফলে তরুন-যুব সমাজ ধ্বংসের দাড়প্রান্তে।

জানাগেছে, কেশবপুর উপজেলার হিজালডাঙ্গা ব্রজ সংলগ্ন বাড়ান বাড়িতে প্রতিদিন তাস খেলার নামে জুয়ার আসরের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে একটি চক্র নগদ টাকা ও বিভিন্ন মূল্যবাদ জিনিস বন্ধক রেখে জুয়া খেলা করে আসছে। উক্ত জুয়ার বোর্ড থেকে থেকে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আসা তরুণ-যুবক-সহ এলাকাবাসি প্রতারিত হচ্ছে। খোয়াচ্ছে হাজার হাজার টাকা।

অপরদিকে গৌরীঘোনা গ্রামে ভদ্রা নদীর পাড়ে পলেথিনের টং ঘর বেঁধে রমরমা জুয়া আসর বসছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেখানেও প্রতিদিন এলাকার তরুণ-যুবকরা প্রতারিত হচ্ছে। খোয়াচ্ছে হাজার হাজার টাকা। হরিপদ, আবুল কাশেম, আব্দুল খালেক, মোশারফ হোসেন, রজব আলী, কৃষ্ণদাসসহ অনেকেই সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র নগদ টাকা ও বিভিন্ন মূল্যবাদ জিনিস বন্ধক রেখে জুয়া খেলা করে আসছে। গৌরীঘোনা গ্রামে দক্ষিণ মাঠে ভদ্রা নদীর পাড়ে জুয়ার বোর্ড বসিয়ে ওই এলাকার যুবদেরকে নিঃস্ব করে দিয়েছে।

উল্লেখিত দুটি স্থানের জুয়ার আসর বন্ধের জন্য জরুরী ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তোভোগি এলাকাবাসি।