এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর পৌরসভার অর্থায়নে পৌরসভার ৪ নং ওয়ার্ডে করোনা ভাইরাস প্রতিরোধে সোমবার সকালে কর্মহীন অতিদরিদ্র ৫০ পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাউল-সহ খাদ্যসাগ্রী বিতরণ করা হয়েছে। পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন বাবুর সভাপতিত্বে পৌরসভার ৪ নং ওয়ার্ডের শান্তি পাড়া ও মাছ বাজারের অতিদরিদ্র ৫০ পরিবারের মাঝে প্রধান অতিথি হিসাবে খাদ্যসামগ্রী বিতরণ করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। এসময় উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক সবুজ হোসেন নিরব-সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া পৌর মেয়র রফিকুল ইসলাম পৌরসভার অর্থায়নে করোনা ভাইরাসে আক্রান্ত লকডাউনকৃত সকল পরিবার প্রতি ১০ কেজি করে চাউল, ১ কেজি করে ডাউল, ১ কেজি করে আলু, ৫০০ গ্রাম করে তৈল, ৫০০ গ্রাম করে পেয়াজ, ৫০০ গ্রাম করে লবণ, ২৫০ গ্রাম করে কাটামরিচ, ৫০০ গ্রাম করে পটোল, ৫০০ গ্রাম করে টমেটো ও ৫০০ গ্রাম করে কাঁচকলা প্রদান করেছেন।
অপরদিকে পৌর মেয়র রফিকুল ইসলাম তাঁর নিজস্ব অর্থায়নে প্রতিদিন অতিদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করছেন।