কেশবপুর : কেশবপুর থানা পুলিশ অপহরণের ১১ দিন পর বুধবার রাতে অপহৃত এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে। এসময় অপহরণের অভিযোগে পুলিশ উপজেলার ভালুকঘর গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে আলী হাসান গাজীকে আটক করে। জানা গেছে, উপজেলার ভালুকঘর আজিজিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র আলী হাসান গাজী পার্শ¦বর্তী চালিতাবাড়িয়া গ্রামের মেয়ে কেশবপুর মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রীকে (১৬) অপহরণ করে। এঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে কেশবপুর থানায় অপহরণের মামলা করেন। এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারী আলী হাসান গাজীকে তার এক আত্মীয়ের বাসা থেকে আটক করা হয়। এসময় অপহৃত মেয়েটিকে উদ্ধার করা হয়। অপহরণকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।