কেশবপুরে অসহায়দের জন্য শাহীন চাকলাদারের পক্ষে গোলাম মোস্তফার ১ লাখ টাকা প্রদান

প্রকাশঃ ২০২০-০৪-৩০ - ০২:৫৬

এস আর সাঈদ, কেশবপুরঃ যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন কেশবপুর সদর ইউনিয়নে অতিদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের জন্য ব্যক্তিগতভাবে নগদ ১ লাখ টাকা প্রদান করেন। বুধবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণের জন্য পৌর মেয়র রফিকুল ইসলামের হাতে ব্যক্তিগতভাবে ১ লাখ টাকা হস্তান্তর করেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা। এসময় তিনি উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, ও পৌর মেয়র রফিকুল ইসলাম ইসলামের জন্য পিপিই এবং মাস্কও হস্তান্তর করেন। উক্ত ১ লাখ টাকা, পিপিই ও মাস্ক হস্তান্তর কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক শাহাদাৎ হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মনিমোহন, সাধারণ সম্পাদক কবির হোসেন, আওয়ামী লীগনেতা মিজানুর রহমান বাবু, ইউপি সদস্য নিমাই চন্দ্র দাস, ইউপি সদস্য আব্দুর রহিম, ইউপি সদস্য মৃণাল কান্তি দাস, ইউপি সদস্য ওলিয়ার রহমান, ইউপি সদস্য রেহেনা ফিরোজ, সাবেক ইউপি সদস্য জয়দেব দাস, আওয়ামী লীগনেতা দীপক মুখার্জী, শেখর রঞ্জন দাস, মনিরুজ্জান মনি, আলী হোসেন, সাজ্জাত হোসেন, আব্দুর রহিম, নজরুল ইসলাম, হাবিবুর রহমান, আক্তার হোসেন-সহ কেশবপুর সদর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পৌর মেয়র রফিকুল ইসলাম কেশবপুর সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে উক্ত ১ লাখ টাকা হস্তান্তর করেন।