কেশবপুরে “আমার কথা শোনো”শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৭-১০-১৪ - ২২:২৮

কেশবপুর  (যশোর) : যশোরের কেশবপুরে বাংলাদেশ শিশু একাডেমী ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে  “আমার কথা শোনো” শীর্ষক মুক্ত আলোচনা শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী লিসা মনির সভাপতিত্বে ও শিশু একাডেমীর প্রশিক্ষক  উজ্জ্বল ব্যানার্জীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমী কেন্দ্রীয় কার্যালয়ের সাথে সংযুক্ত শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, এ্যাড, আবু বক্কর সিদ্দিকী, উপজেলা প্রেসকাবের সভাপতি এস আর সাঈদ ও শিক্ষক আব্দুল আহাদ। বক্তব্য রাখেন শিক্ষার্থী বুশরা বিনতে জাহিদ ও নাহিদ হাসান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিশু একাডেমীর ইকরামূল ইসলাম।