এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে আরো ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ জাহিদুর রহমান জানান, গত ১৫ জুলাই কেশবপুরের ১১ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। ১৭ জুলাই সকালে প্রাপ্ত রিপোর্টে ৬ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে । আক্রান্তরা হলেন কেশবপুর পৌরসভার ১নং ওয়ার্ডে বসবাসরত ও কেশবপুর এলজিইডির কর্মকর্তা (৫৭), কেশবপুর পৌর সভার ২নং ওয়ার্ডে এক মহিলা ডাক্তার (৩০), কর্মস্থল খুলনা, একই ওয়ার্ডের ভোগতী গ্রামের এক যুবক (২৯), ভেরচী পুলিশ ফাঁড়ির এক পুলিশ অফিসার, পৌরসভার ৪নং ওয়ার্ডের এক মহিলা (২২) ও পাঁজিয়া ২নং ওয়ার্ডের এক পুরুষ (৫৭)। আক্রান্তদের আইস্লুশানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ পর্যন্ত কেশবপুরে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ জন, সুস্থ হয়েছেন ৪৩ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের।