কেশবপুরে ই-নামজারী সিস্টেম ব্যবহারকারীদের প্রশিক্ষণ 

প্রকাশঃ ২০১৭-১১-০২ - ২৩:০০

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন, ভূমি সংস্কার বোর্ড, একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আয়োজনে  ই-নামজারী সিস্টেম ব্যবহারকারীদে ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২ নভেম্বর উপজেলা পরিষদের সভাকক্ষে সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেনের পরিচালনায় সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি সংস্কার বোর্ডের উপ-সচিব রেজাউল কবীর। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম ও আইসিটি অধিদপ্তরের উপজেলা সহকারী প্রোগ্রামর আব্দুস সামাদ।