কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে করোনা ভাইরাস মোকাবেলায় লকডাউনে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কেশবপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে বৃহস্পতিবার সকালে করোনা ভাইরাস মোকাবেলায় লকডাউনে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
উল্লেখ্য, কেশবপুরে করোনা ভাইরাস মোকাবেলায় লকডাউনে শ্রমজীবি, ক্ষুদ্র ব্যাবসায়ী, ভ্যান চালক, চা বিক্রেতা-সহ অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসন, পৌরসভার মেয়র, ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা সরকারিভাবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। তাছাড়া পৌরসভার নিজস্ব অর্থায়নে ও কেশবপুরের কৃতি সন্তান ডাক্তার হাসনাত আনোয়ারও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। যা প্রয়োজনের তুলনায় খুবই কম। তবে অসংখ্য কর্মহীন মানুষের মাঝে আরো খাদ্য সামগ্রী বিতরণ করা প্রয়োজন।