কেশবপুরে কালোমুখো হনুমানের মৃতদেহ উদ্ধার

প্রকাশঃ ২০২০-০৮-১০ - ১৮:২৪

রাজীব চৌধুরী, কেশবপুর : মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কেশবপুরে বাস করে বিরল প্রজাতির কালোমুখো হনুমান।এই বিরল প্রজাতির কালোমুখো হনুমানের খাদ্যের পর্যাপ্ততা চাহিদার তুলনায় কম।এরই জন্য খাদ্যের সন্ধানে হনুমানগুলো বিচ্ছিন্নভাবে কেশবপুরের বিভিন্ন অঞ্চলে বের হয়।তবে১০ ই আগষ্ট ২০২০ খ্রি:সোমবার চুকনগর টু যশোর এর কেশবপুরের ২৩ মাইল নামক স্হানে পাকা রাস্তার উপর পড়ে থাকতে দেখা গেছে একটি হনুমানের মৃতদেহ।পথচারীরা জানান গতকাল পর্যন্তও এই স্হানে হনুমানের কোন মৃতদেহ ছিল না,আজ সকাল থেকেই হনুমানটির মৃতদেহ এই রাস্তার উপর দেখা গেছে।এ বিষয়ে কেশবপুর উপজেলার বন কর্মকর্তা আব্দুল মোনাইম জানান দুইদিন আগে ২৩ মাইল নামক স্হানের একটি বাড়ীর ছাদের উপর কয়েকটি হনুমান নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় এবং একটি হনুমানের মৃত্যু হয়।পরে হনুমানটিকে বস্তাবন্দি করে মাটিতে পুঁতে রাখা হয়। তবে কিভাবে হনুমানটির মৃতদেহ রাস্তার উপর আসল সে বিষয়ে জানা যায়নি।