যশোর: সুমাইয়া (১৩) নামে এক কিশোরী গুলিবিদ্ধ হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। সে যশোরের কেশবপুর উপজেলার বাইশা গ্রামের আব্দুল রাহাজের মেয়ে।
কোতয়ালি মডেল থানার এসআই শহিদুল ইসলাম জানান,রোববার সকালে সুমাইয়াকে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা এয়ারগান দিয়ে গুলিবিদ্ধ করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কি কারণে কিশোরী গুলিবিদ্ধ হয়েছেন এব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি।