এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে কৃষকদের জমির হারির ৪৩ লাখ টাকা ঘের ব্যাবসায়ী কর্তৃক আত্মসাতের প্রতিবাদে গতকাল সকালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে উপজেলার নেপাকাটি গ্রামের মৃত এজের মজুমদারের পূত্র ইজাজুল মজুমদার জানান, উপজেলার ১০১ নং নেপাকাটি এবং ৯৯ নং ব্রাক্ষণডাঙ্গা ও রাজনগর বাঁকাবর্শী মৌজায় বিল গড়ালিয়ায় ১১হাজার ৯০ শতক জমি শতক প্রতি ৮ শত টাকা করে হারির প্রদান-সহ ১৩টি শর্ত স্বাপেক্ষে মাছ চাষের জন্য একই উপজেলার সারুটিয়া গ্রামের নওশের সরদারের পূত্র নজরুল ইসলাম সরদার গত ১/০২/২০১৬ তারিখে লীজ গ্রহণ করেন। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি সময়ে নজরুল ইসলাম উক্ত ঘের থেকে সমস্ত মাছ মেরে নিয়ে কৃষকদের জমির হারির ৪৩ লাখ টাকা বাকী রেখে রাতের আধারে এলাকা ছেড়ে চলে যায়। অনেক খোঁজা-খুঁজির পরও ঘের মালিক নজরুল ইসলামকে না পাওয়া যাওয়ায় জমির মালিকরা দিশেহারা হয়ে পড়ে। কোন উপায়ান্ত না পেয়ে তারা তাদের জমিতে চলতি মৌসুমে ইরি বোরো ধান আবাদ করলে বাম্পার ফলন হয়। হঠাৎ করে গত সপ্তাহে থেকে ঘের ব্যাবসায়ী নজরুল ইসলামের আর্বিভাব হলে জমির মালিকরা তাদের হারির টাকা চাইলে টাকা না দিয়ে তাদেরকে বিভিন্ন প্রকার হুমকী-ধামকী দেয়। এমনকি ঘের ব্যাবসায়ী নজরুল ইসলাম হারিরর টাকা না দিয়েও ঘেরটি জবর দখল ও কৃষকদের উৎপাদিত ধান কেটে নেওয়ার হুমকী দিচ্ছে। এব্যাপারে ভুক্তোভোগি জমির মালিকরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, ইউপি সদস্য আব্দুল হালিম সানা-সহ জমির মালিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।