রাজীব চৌধুরী,কেশবপুরঃ যশোরের কেশবপুরে বাংলাদেশ কৃষকলীগ, কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ধিত সভা বৃহস্পতিবার কেশবপুরের আবু শরাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কেশবপুর উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্তের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষকলীগ খুলনা বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ও সাবেক কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ নাজমুল ইসলাম পানু।বর্ধিত সভার প্রধান বক্তা ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমীন।বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন যশোর জেলা শাখা কৃষকলীগের সভাপতি এ্যাড. মোঃ শামছুর রহমান,সাধারণ সম্পাদক এ্যাড. মোঃমোশাররফ হোসেন,কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা,যশোর জেলা শাখা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।এছাড়া আরও উপস্হিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি তপন কুমার ঘোষ মন্টু,সহ-সভাপতি এইচ এম আমীর হোসেন,পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল,পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. মিলন মিত্রসহ আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।